সরিষাবাড়ী থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ৬ নং ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল ইসলাম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।।
আজ বুধবার ২০-০৮-২৫ ইং তারিখে সকাল ১১ ঘটিকায় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহছেন উদ্দিন পুস্পস্তবক প্রদানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা জানানো শেষে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান তত্ত্বাবধানে একদল চৌকস পুলিশের গার্ড অফ অনারের মাধ্যমে করুন বিগল বাজিয়ে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
রবিউল ইসলাম দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় গতকাল ১৯-০৮-২৫ ইং তারিখ বিকেল ৪ ঘটিকার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া----রাজিউন । তিনি ভাটারা রেশ লাইন সংলগ্ন মফিজ আকন্দের ২য় ছেলে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক স্ত্রী এক ছেলে ও অসংখ্য বন্ধু বান্ধব রেখে না ফেরার দেশে চলে গেছেন। তার জানাজা নামাজে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানগন ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহছেন উদ্দিন, মুক্তিযোদ্ধাদের পক্ষে মোঃ লুৎফর রহমান,এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান সহ প্রমুখ তার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এর পরে তার দেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮