কামরুল হাসান:
জামালপুর জেলা বিএনপির ২৩ আগস্ট দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে সরিষাবাড়ীতে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের উদ্যোগে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে বয়ড়া বাজার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ব্রীজপাড় এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের পরিচালনা এতে উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, উপজেলা বিএনপির সহ সভাপতি চাঁন মিয়া চানু, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুজল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক সোহেল রানাসহ ইউনিয়ন যুবদল ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির সম্মেলন। এ সম্মেলন সফল করতে যুবদলের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান করা হয়।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২