1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই ১ম পূনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর এনায়েতপুর ও বেলকুচি থানা পরিদর্শন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা নওগাঁর মহাদেবপুরে দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও শারিরীক সুস্থতার জন্য দোয়াও মোনাজাত, অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে অবৈধ ভাবে ভারত থেকে আসা অর্ধ কোটি টাকার প্রসাধনী উদ্ধার। অব্যক্ত আলোর মানচিত্র তৃণমূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতিতে সফল হওয়া সহজ নয় একই দিনে শ্রীমঙ্গলে দুই স্থানে অজগর উদ্ধার, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত তৎপরতা মাওলানা হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত জালিয়াতি করে ওয়াকফ এস্টেটের জমি জবর দখল

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের মানবিক উদ্যোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 

.নাজমুল হাসান রাজ  সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, জননেতা মির্জা মোস্তফা জামান দলের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সবসময় করে যাচ্ছেন।সম্প্রতি শ‌নি ও রোববার তিনি একাধিক অসুস্থ নেতাকর্মী পরিবারের খোঁজ-খবর নিতে বিভিন্ন হাসপাতাল ও বাসায় ছুটে যান।

এ সময় তিনি সিরাজগঞ্জ পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলামের অসুস্থ নাতনি, উল্লাপাড়া উপজেলা বড়পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলামিন হোসেন মানিকের সহধর্মিণী এবং ধানবান্ধি ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আলমগীর হোসেনের কন্যা, যিনি সম্প্রতি কন্যাসন্তানের মা হয়েছেন, তাদের দেখতে হাসপাতালে উপস্থিত হন।

মির্জা মোস্তফা জামান অসুস্থ পরিবার-পরিজনের খোঁজখবর নিয়ে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

অসুস্থ পরিবার-পরিজনের অনুভূতি
পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলামের পরিবার জানায়, আমাদের নাতনির অসুস্থতার খোঁজ নিতে এত বড় নেতা নিজে হাসপাতালে এসেছেন, এটা আমাদের জন্য বড় সাহসের বিষয়। আমরা তার এই মানবিক আচরণ কখনো ভুলব না।

যুবদল নেতা আলামিন হোসেন মানিক বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকায় আমরা দুশ্চিন্তায় ছিলাম। এ সময়ে মির্জা মোস্তফা জামান ভাই আমাদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে সাবেক কাউন্সিলর আলমগীর হোসেনের পরিবার জানান, নতুন অতিথি আসার খবরে তিনি আমাদের পাশে এসে খোঁজ নিয়েছেন। এতে আমরা অভিভূত হয়েছি।

দলের নেতাকর্মীদের উপস্থিতি
মির্জা মোস্তফা জামানের সঙ্গে উপস্থিত ছিলেন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু সর্দার, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সর্দার, জেলা বিএনপির অন্যতম সদস্য আসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, শহর জাসাসের সাধারণ সম্পাদক শাওন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ
সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের এমডি ডা. আব্দুল আজিজ।

এসময় মির্জা মোস্তফা জামান বলেন,
বিএনপি শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি পরিবার। আমি মনে করি দলের প্রতিটি নেতাকর্মীর দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমার এবং আমাদের সকলের দায়িত্ব। আল্লাহর রহমতে আমরা সবাই মিলে এই পরিবারের মতো বন্ধনকে আরও শক্ত এবং মজবুত করে তুলতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট