শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।
গত (১২ আগষ্ট) মঙ্গলবার সকাল ১০টায় সাঁথিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্যালী অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্যালী টি উপজেলা অফিসের সামনে থেকে শুরু হয়ে সাঁথিয়া বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয় এবং র্যালী পরবর্তীতে শপথবাক্য পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক হয়।
সাঁথিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শপথবাক্য পাঠ করান,উপজেলা নির্বাহী অফিসার জনাব রিজু তামান্না ।
প্রধান অতিথি সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রিজু তামান্না তার বক্তব্যে বলেন, সাঁথিয়ায় অনেক উদ্যোক্তা রয়েছেন, এবং অনেকেই খুব ভালো মানের উদ্যোক্তা হয়েছে।
অতএব আমরা সকলেই সফল উদ্যোক্তা হওয়ার জন্য মনোবলকে শক্তিশালী করবো এবং ধৈর্যের সাথে এগিয়ে যাবো তাহলেই সফলতা আসবে। সেই সাথে উদ্যোক্তাদের যে কোনো সহযোগিতায় উপজেলা প্রশাসন সর্বদা সাথে ছিলো আছে এবং থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোছা: সাদিয়া সুলতানা
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো: আলমগীর সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: ফারুক হোসেন প্রমুখ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন, সাঁথিয়া বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, যুব উদ্যোক্তা, তরুণ যুবক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।