1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

সরিষাবাড়ীর  কৃতিসন্তান মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬ তম মৃত্যু বার্ষিকী।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

 

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ।

উপদেষ্টা -সরিষাবাড়ী উপজেলা প্রেস।

ব্যারিস্টার আবদুস সালা তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মহাসচিব, ৪ দলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ছিলেন। 

১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মূলবাড়ি ( তালুকদার বাড়ি)  গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুম রিয়াজ উদ্দিন তালুকদারের সন্তান সালাম তালুকদার শিক্ষা জীবন শুরু হয় ১৯৪২ সালে সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে। এইচএসসি পাশ করেন ঢাকা কলেজ থেকে। ছাত্র জীবনে তিনি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন। মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করেন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ায় ৯২(ক) ধারায় কারাবরণ করেন। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ এমএ পাশ করেন। ফজলুল হক হলে থাকতেন এবং হলের এথলেটিক সেক্রেটারী নির্বাচিত হন। 

১৯৬৮ সালে লন্ডনের ঐতিহ্যবাহী অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ল অর্জন করেন। ১৯৭১ সালের শেষ দিকে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে  আইন পেশায় কর্মজীবন শুরু করেন। 

১৯৭৬ সালে ডেমোক্রেটিক লীগের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭৮ সালের আগস্ট মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সান্নিধ্যে আসেন। একই বছর ১ সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য নিযুক্ত হন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সরিষাবাড়ি থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। ১৯৮১ সালে শহীদ জিয়া তাকে আইন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বেে নিযুক্ত করেন। 

সালাম তালুকদার হৃদরোগে ভুগছিলেন। ১৯৮৫ সালে আমেরিকায় তার ওপেন হার্ট সার্জারী হয়। চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩ জুলাই ১৯৮৮ ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারকে বিএনপি মহাসচিব করে জাতীয় স্থায়ী ও নির্বাহী কমিটি গঠন করেন। ১৯৮৬ সালের ৩ মে এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ায় পুনরায় কারাবরণ করেন। স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে সরিষাবাড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছর বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত করেন। 

১৯৯৬ সালের নির্বাচনে ষড়যন্ত্র মূলকভাবে তাকে পরাজিত করা হয়। তিনি স্বেচ্ছায় বিএনপি মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন যা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিরল।  তবু্ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালাম তালুকদারকে ৪ দলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেন।  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯ জুন ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম অভিমূখে লংমার্চে ঐতিহাসিক ভূমিকা রাখেন। নির্বাচনী ট্রাইবুনালে মামলার চুড়ান্ত রায় প্রকাশের পূর্বেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন ও আমেরিকায় চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করেন এবং পবিত্র হজ্জ্বব্রত পালন করেন। হজ্জ্ব পালন শেষে পুনরায় তার স্বাস্থ্যের অবনতি ঘটলে ১৯৯৯ সালের ১৫ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক তাকে ‘ক্লিনিক্যালী ডেড’ ঘোষণা করেন ও কৃত্রিম শ্বাস প্রশ্বাসের দ্বারা হৃদযন্ত্রের ক্রিয়া সচল করার চেষ্টা করেন! ১৯৯৯ সালের ২০ আগস্ট সন্ধ্যায় এয়ার এম্বুলেন্সে যোগে সিঙ্গাপুর নেয়ার পথে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন!

আগামী ১৯ আগস্ট মঙ্গলবার ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এর সভাপতিত্বে  প্রদান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

 বিএনপি’র সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী, জাতীয় নেতা ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার এর ২৬ তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি । ২০ আগস্ট  জামালপুর ও সরিষাবাড়িতে কাঙালি ভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ।  মরহুমের ভাতিজা উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আজিজুল কবির তালুকদার হুমায়ূন ,জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন এর পক্ষ থেকে সবাইকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও দোয়া করার জন্য আহবান জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ 

০১৭১৫-৮৬৮৬৬৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট