প্রতিনিধি সরিষাবাড়ী জামালপুর।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪ নং আওনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৌলভীবাজারে মজনু মিয়ার চা- দোকানের সামনে কয়েক জন সন্ত্রাসীর মারপিটের শিকার হয়ে ময়ান ও সেজনু নামে ২ জন আহত হয়েছে।
১৬-০৮-২৫ ইং তারিখ মৌলভীবাজারে সকাল সাড়ে ১০ ঘটিকখর সময় হঠাৎ করে পিছন থেকে এলোপাথাড়ি মারপিটের শিকার হয়েছেন কালিকাপুরের ময়ান ও টিকিরাপাড়া গ্রামের হবিবুর রহমান মাষ্টারের ছেলে সেজনু মিয়া।
প্রতক্ষ্যদর্শীদের মতে নাম না প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, সকাল সাড়ে ১০ ঘটিকায় মজনুর চা দোকানে বসে চা পান করার সময় পিছন দিক থেকে এসে কালিকাপুর গ্রামের খোকা মেম্বার এর ছেলে এরশাদ,পঞ্চাশী গ্রামের মান্নান মিয়ার ছেলে সোহাগ, কালিকাপুর গ্রামের দুলাল ও পঞ্চাশী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আলামিন আরও কয়েকজন যোগসাজশে একযোগে কালিকাপুর গ্রামের ময়ান ও টিকরাপাড়া গ্রামের হাবিবুর রহমান মাষ্টারের ছেলে সেজনু কে মারপিটে আহত করে ফেলে চলে যায় ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন ,এই ধরনের কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮