সরিষাবাড়ী থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১৬-০৮-২৫ ইং তারিখ দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য রেলি ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী শিমলা বাজার জগন্নাথ দেব মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রী শংকর লাল এর সঞ্চালনায় শ্রী মহাদেব সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এবং অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে সোনতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের জন্য সার্বিক সফলতা কামনা করেন ।
এরপর বর্ণাঢ্য এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮