কামরুল হাসান:
আছে যেমন বিলাতী দুধ আছে বিলাতী লাউ
আছে তেমন বিলাতী বেগুন মানুষও জেনে নাও,
দেশের জিনিস ছেড়ে কেন বিলাত প্রীতি ভাই?
বিলাত নামের দাংশু আছে শুনে ভয় পাই॥
দেশের খেয়ে দেশের পরে দেশেরই করে ক্ষয়
দেশের সব লুটে করে দেশের সম্পদ লয়,
পরের ধন লুফে নিলে তাতে কিবা হয়!
বেহায়া আর বেকুব যারা তারাই এমন কয়॥
পরের ধনে পোদ্দারী আর পেশী শক্তির জয়
মনে তাদের বেজায় খুশি উন্নতি পয় পয়,
শোন ভাই আজও আছে বিলাতী দাংশুর ভয়
রুখতে তাদের সাহস চাই অন্য কিছু নয়॥