কামরুল হাসান
বিশে^ যত ফুল পাখি আর শিশু
পবিত্র জেনো অতি ছেড়ে সব কিছু,
যেমন পুত: আর পবিত্র জান যিশু ॥
তেমন জেনো দেবতার অর্ঘ্যরে যত ফুল
হয়না সমান ভবে অন্য কারো তুল,
তাই তুচ্ছ ভেবে কভু করোনা ভুল ॥
অনাদরে বেড়ে উঠা পুণ্য নামের ফুল
কিবা জাত আর কিবা তার কুল,
পাথার পেরিয়ে অনেক পেল সে কোল ॥
আদর যতনে অতি হইল তার বাড়া
ভাগের কারনে একদা খাইলো প্রভুর ঝাড়া!
গোস্যা পেয়ে সে করিল তাকে তাড়া ॥
এহেন কান্ডে প্রভু গেল অতি ক্ষেপে
ভাবিয়া দেখিল বিনিদ্র দুই রাত মেপে,
রাষ্ট্র হইলো পরে ঝরিয়াছে শাখা ছেপে॥