প্রদীপ চন্দ্র মম
অদৃশ্য সুতোয় বাঁধা আমার কলম,
যেন পাখি—আকাশ আছে, কিন্তু উড়তে নেই।
সাদা কাগজের বুক কালো সিলমোহরে ঢেকে গেছে,
প্রতিটি অক্ষর হয়ে গেছে বন্দি।
সব মুচলেকার জাল—
কাগজের পাতায় নয়,
গলায়, চোখে, বুকের গভীরে বিছানো
ভয়ের নোঙর।
এ জাল বোনা হয় ক্ষমতার করাত দিয়ে,
প্রতারণার সুঁইয়ে গেঁথে,
আর গিঁট বেঁধে দেয় মিথ্যার রশিতে—
যাতে সত্যের আলো পৌঁছাতে না পারে মানুষের চোখে।
তবু আমি জানি—
এই জাল একদিন ছিঁড়ে যাবে,
যখন শিকল ভাঙা কলম
আবার গেয়ে উঠবে—
“সত্যই শেষ কথা, মুচলেকা মিথ্যে!”
১২/০৮/২০২৫ খ্রিঃ।