কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)-এর বাউসী বাঙ্গালী শাখাটি বর্তমানে মাত্রাতিরিক্ত খেলাপী ঋণের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, এ শাখাটির মোট আমানতকারীর সংখ্যা ১৪,২৮৩ জন। আমানতকারীদের জমাকৃত মোট আমানতের পরিমান ২৩ কোটি, ৩১লাখ, আট হাজার টাকা। তন্মধ্যে উচ্চ হারে মুনাফাভোগীর সংখ্যা ২৭০ জন। তাদের জমানো টাকার পরিমান ১২ কোটি, ৪৩ লাখ, ৬৫ হাজার টাকা। অপর দিকে ঋণ গ্রহীতার সংখ্যা ২,৬৭৭ জন। প্রদেয় ঋণের পরিমান ২০ কোটি, ২২ লাখ, ৬ হাজার টাকা। আর খেলাপী ঋণীর সংখ্যা ২,১১৬ জন। খেলাপী ঋণের পরিমান ১১ কোটি, ৪২ লাখ, ২৫ হাজার টাকা। ক্রমবর্ধমান এ খেলাপী ঋণ আদায়ে আশু কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নচেৎ এ শাখাটি দিন দিন মাত্রাতিরিক্ত খেলাপী ঋণের ভারে ভারাক্রান্ত হয়ে পড়বে। এমন কি এক সময় লোকসান গুণতে গুণতে মুখ থুবড়ে পড়বে বৈ কি! তাই জরুরী ভিত্তিতে একজন অফিসার (জেনারেল) নিয়োজিত করা দরকার। তাহলে তিনি দৈনন্দিন অফিস ওয়ার্ক-এর পাশাপাশি খেলাপী ঋণ আদায়ে সচেষ্ট থাকবেন। এতে করে অফিসের কাজের গতিবাড়ার সাথে সাথে খেলাপী ঋণের পরিমানও কমবে। এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন উদীয়মান তরুণ ব্যংক কর্মকর্তা অত্র ব্যাংক শাখার ব্যবস্থাপক ইব্রাহীম হক। তিনি এও আশা করেন যে, তার ভাবনার বিষয়টি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবে।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২