আবু হানিফ হীরা কালিয়াকৈর (গাজীপুর)সংবাদদাতা :
গাজীপুরের কালিয়াকৈরে চাঁদাবাজি, জমি দখল এবং রাস্তার নির্মাণ কাজ বন্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলবাড়িয়া বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী হাসনা আক্তার, আনোয়ার হোসেন বাবুল, নুরুল ইসলাম সরকার, শাওন আহমেদ ও গনি মিয়া।এসময় তারা অভিযোগ করেন, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন ও তার পরিবারের সদস্যরা নানা উপায়ে তাদের হয়রানি করছে।