প্রদীপ চন্দ্র মম
আমি লিখবো না আর, সত্যের কথা,
শব্দের আগুনকে মুছে দিলাম কালি দিয়ে—
হাতে কাঁপা কলম, চোখে জমাট জল,
মনের আকাশে ঝুলছে পরাজয়ের চাঁদ।
প্রশ্নেরা ভিড় জমায় মগজের বারান্দায়,
কিন্তু উত্তর দিতে নেই অনুমতি,
অবিচারের কালো সিল মোহর
চেপে ধরেছে গলার স্বর।
স্বপ্নের পাখি ভেঙে গেছে ডানায়,
মুচলেকার কাগজে বাঁধা আমার নিশ্বাস,
সত্য বলার অধিকার গিলে খেলো
ভয়, ক্ষমতা আর লোভের শকুনেরা।
শত কষ্টের জোয়ারে ডুবে আছি—
লজ্জা আর ব্যথা মিশে একাকার,
তবুও বুকের গভীরে জমে আছে
অলিখিত একটি কবিতা,
যেটি একদিন ছিঁড়ে ফেলবে
সব মুচলেকার জাল।
১১/০৮/২০২৫ খ্রিঃ।