রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগারে ডোমার প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি মোঃ মোজাফ্ফার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনসুর আলী, শ্রমিক দল সভাপতি মেরাজুল ইসলাম ও বিএনপি নেতা তমিজ উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রওশন রশীদ, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, জাকির হোসেন হিটলার, রতন কুমার রায়, ইয়াছিন মোহাম্মদ সিথুন, আলমগীর হোসেন, মামুন ইসলাম, শাহিনুর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ ৫০ বছরের সাংবাদিকতা, পাঠকের আস্থা অর্জন এবং দেশ ও সমাজ উন্নয়নে অবদানের প্রশংসা করেন। তারা বলেন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষায় করতোয়া সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।