সোহেল রানা, সরিষাবাড়ী প্রতিনিধিঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সরিষাবাড়ী কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সোমবার (১১ আগষ্ট) বিকেলে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ইব্রাহিম হোসেন লেবু এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আঃ রউফ ,সমকাল পত্রিকার প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক , যুগান্তর পত্রিকার প্রতিনিধি জহরুল ইসলাম ঠান্ডু,আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন, সংবাদ পত্রিকার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, দিনকাল পত্রিকার প্রতিনিধি সোলায়মান বাবু, কালবেলা পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখসহ সরিষাবাড়ী উপজেলার সকল কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
উক্ত মানববন্ধনে বক্তারা দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তারদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিশেষ ট্রাইবুনালে দ্রুত বিচারের দাবি করে ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর ।