রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে জুলাই গণঅভ্যুত্থান ও ৫আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে পৃথক পৃথক ভাবে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, জামায়েতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো।
মঙ্গলবার (৫আগষ্ট) বিকেলে ডোমার উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশ গ্রহনে বাটার মোড় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার হাই স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপি’র সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা যুবদলের আহবায়ক ইফতে খায়রুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহিন আলম শান্ত, নীলফামারী জেলা সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রায়হানুক হক প্রধান ইউসুফ, ছাত্র দলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, সেচ্ছাসেবক দলের সভাপতি ইমরানুল হক আনোয়ার, সাধারণ সম্পাদক রইসুল আলমসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে বাংলাদেশ জামায়েতে ইসলামী দল উপজেলা মডেল মসজিদ চত্ত্বর হতে একটি আনন্দ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিনণ করে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ জামায়েত ইসলামীর নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে জামায়েত ইসলামীর উপজেলা আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম’র সভাপতিত্বে উপজেলা জামায়েত ইসলামীর সাধারণ সম্পাদক রবিউল ইসলাম. সাবেক সাধারণ সম্পাদ আব্দুল হক, ছাত্রনেতা মাহির মিলনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ মিছিল ও সমাবেশ করেছে।