1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সরিষাবাড়ীতে বিএনপির বিজয় মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

 

সোহেল রানা, সরিষাবাড়ী প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ী  উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উপলক্ষে   বর্ণাঢ্য বিজয় মিছিল  হয়েছে।
 মঙ্গলবার (৫ আগস্ট) বেলা  ১২ টার দিকে সরিষাবাড়ী পৌরসভা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বাউসি পপুলার মোড়ে  সমাবেশ করেন।

 


জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বাদ্যযন্ত্র, জাতীয় পতাকা, রঙিন ব্যানার ও বাহারি সাজসজ্জায় সজ্জিত এ মিছিলে ছিল উৎসবমুখর পরিবেশ ও জনতার ঢল।
মিছিল শেষে বাউসি পপুলার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু।
সমাবেশে গণ-অভ্যুত্থানের সকল শহীদের আত্মার   মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন এবং  গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনার বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট