1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

গনঅধিকার পরিষদ—জুলাইয়ের উত্তরাধিকার ও ভবিষ্যতের প্রত্যয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই মাস এক বেদনার প্রতীক, এক বিসর্জনের স্মারক। এই মাসেই বহু তরুণ বুকের রক্ত ঢেলে দিয়েছিল একটি নতুন, দুর্নীতিমুক্ত ও বৈপ্লবিক বাংলাদেশ গড়ার স্বপ্নে। সেই রক্তধারার উত্তরসূরি যদি কেউ হয়, তবে তা নিঃসন্দেহে গনঅধিকার পরিষদ। এই সংগঠনই একমাত্র দল যারা “জুলাইয়ের আত্মত্যাগ” কে শুধু স্মরণ নয়, বরং আদর্শ হিসেবে বুকে ধারন করেছে।

রাজনীতি যখন লুটপাট আর সুবিধাবাদে নিমজ্জিত, তখন গনঅধিকার পরিষদ দাঁড়িয়েছে এক আদর্শিক চেতনায়—বিপ্লবের পথ ধরে গন্তব্যের দিকে অগ্রসর। তারা আজ পর্যন্ত কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব বা দুর্নীতির কালো ছায়ায় নিজেদের জড়ায়নি। কারণ তাদের পথচলা কেবল ক্ষমতার জন্য নয়, বরং জনগণের জন্য, দেশের ভবিষ্যতের জন্য।

জুলাই মাসের প্রতিটি শহীদের রক্তধারা যেন আজ গনঅধিকার পরিষদের কর্মকাণ্ডে কথা বলে। তারা বিশ্বাস করে, বিপ্লব শুধু স্লোগানে নয়, কাজে। গনঅধিকার পরিষদের প্রতিটি কর্মী জানে—বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়ন মানেই অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে অনড় অবস্থান।

এই দলটিই প্রমাণ করেছে যে, রাজনীতি মানেই নোংরা খেলা নয়। এটি হতে পারে আদর্শ, সততা ও ন্যায়ের লড়াইয়ের অন্যতম মাধ্যম। আর তাই, যারা চান একটি সত্যিকারের গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা—তাদের একমাত্র আস্থার জায়গা হয়ে উঠছে গনঅধিকার পরিষদ।

জুলাই আমাদের শিখিয়েছে রক্ত দিয়ে আদর্শ রক্ষা করতে হয়, আর গনঅধিকার পরিষদ সে শিক্ষাকে বুকে আগলে এগিয়ে চলেছে দেশের অন্ধকার ভেদ করে আলোর দিগন্তে।

— আল-আমিন মেলু
আহ্বায়ক, সরিষাবাড়ি উপজেলা
গনঅধিকার পরিষদ
মনোনয়ন প্রত্যাশী, জামালপুর-৪ (ট্রাক প্রতীক)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট