1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

রক্তাক্ত জুলাই ভুলে যাওয়ার মানে জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

জুলাই—বাংলার রক্তাক্ত ইতিহাসের এক অমোচনীয় অধ্যায়। এই মাস শুধু একটি ক্যালেন্ডার পাতা নয়, এটি বুকে জ্বলন্ত ক্ষত বহন করা এক আত্মত্যাগের প্রতীক, আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ, আর গণমানুষের ঘাম-রক্তের ইতিহাস। যারা এই রক্তাক্ত জুলাই ভুলে যেতে পারে, তারা কখনোই জনতার হতে পারে না। তারা হতে পারে সুবিধাবাদী, হতে পারে ক্ষমতার পদসেবা, কিন্তু জনতার কণ্ঠস্বর নয়।

এই জুলাই মাসেই আমরা দেখেছি গুম, খুন, হামলা, গুলি, মামলা আর স্বৈরাচারের নগ্ন উল্লাস। শহিদের রক্তে লাল হয়েছে রাজপথ, তরুণদের সাহসিকতায় কেঁপে উঠেছে স্বৈরশক্তির প্রাসাদ। জুলাই মানে কণ্ঠরোধের বিরুদ্ধে আর্তনাদ, গণআন্দোলনের উত্তাল ঢেউ, আর আপসহীন সংগ্রামের শপথ।

আজ যারা নিজেদের জনতার নেতা দাবি করে, কিন্তু এই ইতিহাস ভুলে থাকেন, তাদের মুখোশ খুলে দেওয়া সময় এসেছে। ইতিহাসকে যারা মুছে ফেলতে চায়, তারা মূলত জনগণের শত্রু। শহিদদের রক্তে ভেজা মাটির গন্ধ যারা টের পায় না, তারা এই বাংলার মাটি-মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না।

জনতার প্রতিনিধি হতে হলে, জনগণের কষ্ট বুঝতে হয়, তাদের ইতিহাস কাঁধে নিতে হয়, শহিদদের স্মরণে চোখ ভিজে আসতে হয়। শুধু স্লোগান দিয়ে নয়, বুকে ইতিহাস নিয়ে, পায়ে মাটি ছুঁয়ে, মাথায় আপোষহীনতার আগুন নিয়ে এগোতে হয়।

তাই মনে রাখতে হবে—
জুলাইকে যারা ভুলে যায়, তারা জনতার নয়।
তারা ইতিহাসের নয়, তারা ভবিষ্যতেরও নয়।
তারা কেবলই প্রতারণার প্রতিচ্ছবি।

— আলোর পথে যারা হাঁটে, জুলাই তাদের শপথ।
আল আমিন মিলু
আহ্বায়ক গনঅধিকার পরিষদ সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট