প্রদীপ চন্দ্র মম
নেতা বদলায়, বদলায় না দেশ,
সত্য চাপা পড়ে মিথ্যার আবেশ।
প্রতিশ্রুতি থাকে কাগজে বন্দী,
চোখে জল, মনে শুধু সন্দেহের ফন্দি।
সড়কে পড়ে লাশ, নয় কোনো খেলা,
বিচারের নামে চলে হিংসার মেলা।
মাঠে চাষ নেই, বাজারে আগুন,
কৃষকের ঘামে ঢেকে যায় কুয়াশার ফাগুন।
শিক্ষা এখন বেচা-কেনার মাল,
স্বপ্ন বিকোয়, বেকার তরুণ কাল।
ডিগ্রি গলায়, চাকরি দূরে,
শোষণের হাসি বাজে সবকটি সুরে।
ধর্মের নামে চলছে রণ,
ভ্রাতৃত্ব আজ হয়েছে অনুপ্রবণ।
নামাজ আর পূজায় থাকে না শান্তি,
মনে আগুন, মুখে শুধু স্বর্গের অমৃতি।
শাসকের ভাষা হয় উগ্র তলোয়ার,
নিরব জনতা সহে শত ভার।
ভোটের নামে গণতন্ত্র হারা,
রাজনীতি যেন প্রহসনে গড়া।
তবু রক্তে জ্বলে মুক্তির দীপ্তি,
প্রতিবাদের ভাষা হয় একার নীতি।
জাগবে নবীন, ভাঙবে শৃঙ্খল,
বাংলার ললাটে দেখবে সোনার অমল।
২৪/০৭/২০২৫ খ্রিঃ।