1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

ক্ষমতার চেয়ারে বসার বাসনা নয়, ন্যায্য রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি জরুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আজ এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ক্ষমতা অর্জনই অনেকের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতার চেয়ারে বসে কী করবেন আপনি? কেবল পদ-পদবি, প্রটোকল আর নিজের লোকজনকে সুবিধা দেয়ার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করবেন? নাকি আপনি সত্যিই প্রস্তুত একজন ন্যায্য, জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনার?

জনগণ আর প্রতিশ্রুতির খাতা চায় না। তারা বাস্তব কাজ চায়। আজ যে-ই হোক, সরকারে যাওয়ার বাসনা পোষণ করছেন, তাদের আগে জনগণের সামনে স্পষ্ট করে বলতে হবে—কোন ন্যায়ের ভিত্তিতে আপনি রাষ্ট্র চালাবেন, কাদের পক্ষে আপনি আইন প্রয়োগ করবেন, প্রশাসন কিভাবে নিরপেক্ষ করবেন, এবং দুর্নীতি-দমন কেবল বিরোধীদের দমনে ব্যবহার করবেন না তো?

ক্ষমতায় যাওয়ার আগে “তথাকথিত প্রস্তুতি” বলে মিছিল-মিটিং করলেই হবে না। প্রস্তুতি মানে হলো—গবেষণা করে নীতি নির্ধারণ, জনগণের মতামত নিয়ে পরিকল্পনা তৈরি, নেতৃত্বের স্বচ্ছতা নিশ্চিত করা এবং সব চেয়ে বড় কথা, ব্যক্তিগত লোভ-আবেগ থেকে রাষ্ট্রকে দূরে রাখা।

আজকের তরুণ প্রজন্ম প্রশ্ন করে—আপনারা আগে ক্ষমতায় ছিলেন, তখন কী করেছেন? এখন আবার সেই চেয়ারের দিকে দৌড়? এবার কি কিছু ভিন্ন করবেন? এসব প্রশ্নের জবাব না দিয়ে শুধু স্লোগানে রাষ্ট্র চলে না।

তাই যিনি বা যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন, তাদেরকে বলতে চাই—ক্ষমতার চেয়ারে বসার আগেই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র চালানোর পূর্ণ প্রস্তুতি নিন। না হলে, জনগণ যেমন আপনাকে ক্ষমতায় আনবে, তেমনি সময় হলে গলায়ও ধরবে।

কারণ, জনগণ এখন আর বোকার দল নয়। তারা জানে—রাষ্ট্র কারো জমিদারি নয়, এটা জনগণের মালিকানাধীন প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানে কাজ করার যোগ্যতা না থাকলে, ক্ষমতার বাসনাও ব্যর্থতায় পরিণত হবে।

– আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর
(সচেতন নাগরিক ও কলাম লেখক)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট