নাজমুল হাসান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষন গাতী গ্রামে পূর্ব শত্রুতা এবং জমি দখলের উদ্দেশ্যে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার (২০ জুলাই) রাত ১০টার দিকে। অভিযোগে জানা যায়, মৃত ইউনুস আলীর ছেলে লালটু মিয়ার নেতৃত্বে একই গ্রামের হায়দার আলী, পিয়ার, জাকির, নাজমুল, সাত্তার, মহির, হাশেম, নজরুল, হাশিনুর সিদ্দিক ও কমলা গং মিলে সফর আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সফর আলীর মেয়ের জামাই আজাদ জানান, জমিজমা নিয়ে সফর আলী ও হায়দার আলী পক্ষের মধ্যে রেষারেষি অনেক আগে থেকে চলমান। ভুক্তভোগী সফর আলীর বাড়ির সামনের ফাঁকা জায়গা অবৈধ দখল নেওয়ার লক্ষ্যে সম্প্রতি প্রতিবেশী হায়দার আলী ও তার স্ত্রী কমলা এবং তাদের ছেলে কামরুল সহ অন্যরা পরিকল্পনা করে দলবল নিয়ে জোর করে ঘর তুলে দখল নেয়। একই দিন রাতে হায়দার আলী গং সফর আলীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নি সংযোগ করে।
আজাদ অভিযোগ করে আরো বলেন, আমার শ্বশুরের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করে। এতে বাড়ির মালামাল পুড়িয়ে দেয়া হয়েছে, বাড়ির পাশের নিজস্ব বাগানের সব গাছ কেটে নিয়ে গেছে লালটু মিয়া ও তার লোকজন।
তিনি আরও দাবি করেন, আমার চাচা ওমর ফারুক এবং বাবা গাজী শেখকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে।
ভুক্তভোগী সফর আলী বলেন হায়দার আলী ও কমলা গংদের দায়ের করা মিথ্যা মামলা ও হয়রানি মূলক নির্যাতনের কারণে আমরা বাড়ি ছাড়া। দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা করে আসছে। তাদের অত্যাচারের আমরা অতিষ্ঠ। পুরো এলাকার মানুষ আমাদের সাথে একজোট হয়ে ক্ষতি করার চেষ্টা করছে।
সরেজমিনে আরো জানাযায়, এই বিষয়টি পুরোপুরি নিজেদের অনুকূলে নিতে এবং ঘটনার দায়ভার এড়াতে অত্র ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর আলী বিরুদ্ধে থানায় মিথ্যা লিখিত অভিযোগ দায়ে করেন কমলা গং।
অপরদিকে অভিযুক্ত ওমর আলী জানান, হায়দার আলী ও কমলা গং যোগসাজস করে নিজেরাই নিজেদের ঘর কুপিয়ে ভাঙচুর করে এবং অগ্নি সংযোগ করে আমি সহ ১১ জনের বিরুদ্ধে যে মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । এ ঘটনার সাথে কোন রকমের আমি জড়িত না।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনি সহায়তা কামনা করেছেন।