1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

হরতাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

নির্মল সকাল জেগে ওঠে সহিংস শ্লোগানে,
চাকা থামে, থেমে যায় প্রাণ—
নীরব রাস্তায় দগ্ধ রোদ যেন কাঁদে,
হরতালের নামে শুরু হয় প্রাণের অগ্নিদান।

চায়ের দোকান, স্কুলের ঘণ্টা, বাজারের হাঁক—
সবই আজ নিঃশব্দ স্তব্ধ উপত্যকা,
একটি শিশুর বুক ফেটে কান্না ঝরে—
বাবা ফেরেনি, আগুনে পুড়েছে বাসটা।

দাবি আদায়ের নামে পুড়ে যায় রিক্সা
ভাঙচুরে ক্ষতিগ্রস্ত শত-সহস্র দোকান,
যাদের নেই রাজনীতি—তাদেরই রক্তে রঞ্জিত হচ্ছে
সুবিধাবাদী রাজনৈতিক বহু নেতার হাত।

হরতাল নয়, এ যেন জিম্মি জাতির আহাজারি—
রুটি হারানো পিতার করুণ আত্মচিৎকার।
রাষ্ট্রযন্ত্র হয়ে পড়ে বিকল, নীরব,
বিচার কোথায়? আছে শুধু ভয় আর অন্ধকার।

যে পথ রক্তে ভেজা, সে কি মুক্তির পথে?
নাকি ক্ষমতার লোভে নিপীড়নের কৌশল?
মানবতা যখন হরতালের আগুনে পোড়ে,
তখন স্বাধীনতা হয় শুধুই রাজনৈতিক ফাঁদ।

হে রাজনীতিবিদগণ—দেখো চোখে চোখ রেখে,
হরতাল নয়, চাই সমাধানের সম্ভার।
হিংসা নয়, চাই সচল একটি সকাল—
যেখানে জীবনের জয়, মৃত্যুর আর নয় ভয়।

২০/০৭/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট