নিজস্ব প্রতিবেদক
স্বপ্ন দেখার শক্তি মানুষকে বদলে দেয়। আর জাতির সম্মিলিত স্বপ্ন বদলে দিতে পারে একটি দেশের ভাগ্য। আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে চলেছি, যেখানে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল, কিন্তু উদ্যোগের অভাবও কম নয়। বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে হলে কেবল স্লোগানে নয়—চেষ্টা, ত্যাগ ও ঐক্যের মাধ্যমে এগিয়ে আসতে হবে।
আমরা অনেকেই বলি, “এই দেশ আর ঠিক হবেনা।” কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি, কে এই দেশ ঠিক করবে? শুধু সরকার, শুধু রাজনৈতিক নেতারা—না কি আমরা সকলে মিলে? একজন সৎ কৃষক, একজন সেবাপরায়ণ ডাক্তার, একজন ন্যায়ের পক্ষে থাকা পুলিশ অফিসার, একজন সাহসী শিক্ষক কিংবা একজন দায়িত্বশীল নাগরিক—তাঁরাই তো দেশের প্রকৃত গড়নশিল্পী।
এক নতুন বাংলাদেশের স্বপ্ন মানে একটি নৈতিক সমাজ গঠন, যেখানে দুর্নীতি, বৈষম্য ও রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। যেখানে একজন সাধারণ মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে, যেখানে একটি শিশুর শিক্ষাজীবন শুরু হবে ভালোবাসা ও মুক্তচিন্তার ছায়ায়, যেখানে তরুণেরা শুধু চাকরির জন্য হাহাকার করবেনা, বরং নিজেরাই নতুন কিছু গড়ার সাহসী স্বপ্ন দেখবে।
নতুন বাংলাদেশ মানে এমন একটি রাষ্ট্র যেখানে দল নয়, দেশ আগে। ব্যক্তি নয়, সমাজ আগে। প্রতিহিংসা নয়, সহমর্মিতা আগে।
তাই আসুন, আমরা যারা সত্যিই পরিবর্তন চাই, তারা ছোট ছোট দায়িত্ব নিজেদের কাঁধে নেই। অন্যায় দেখলে মুখ ফিরিয়ে না নিয়ে রুখে দাঁড়াই। গুজব ছড়ানোর বদলে সত্য জানি ও জানাই। রাজনীতিকে ঘৃণা না করে জনসেবার মাধ্যম হিসেবে দেখাই।
দেশটা আমাদের—আপনার, আমার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। যদি আমরা আজ দায়িত্বশীল না হই, তাহলে আগামীকাল আমাদের সন্তানরা যে বাংলাদেশ পাবে, তার দায় আমরা এড়াতে পারবো না।
আসুন, দল-মত, বিশ্বাসের ভেদাভেদ ভুলে একসাথে বলি—
“আমি গড়বো নতুন বাংলাদেশ, তুমি গড়ো, আমরা গড়ি।”
এই একবাক্যের অঙ্গীকারেই বদলে যেতে পারে পুরো জাতির ভাগ্য।
এটাই হোক আমাদের আগামী পথচলার শপথ।
—
– আলামিন মিলু
আহ্বায়ক গনঅধিকার পরিষদ সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর