মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার :
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা পার্টি অফিসে জড়ো হন। পরে একত্রিত হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা।
জামালপুর জেলা যুবদলের প্রভাবশালী সদস্য সচিব মো.সোহেল রানা খানের নেতৃত্বে
শহরের দয়াময় মোড় থেকে মিছিলটি বের হয়ে টাঙ্গাইল বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, জিয়াউল হক জিয়া, ইমরান কায়সার, জাকির হোসেন জনি, সাইফুল ইসলাম, শামীম হোসেন মঙ্গল, হাবিবুর রহমান রতন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা সোহেল রানা খান বলেন, ৫ আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে যারা, তারা দেশ ও জনগণের শত্রু।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও অন্তর্বর্তী সরকার উদাসীন ভূমিকা পালন করছে। বক্তারা এই ‘নীরবতা’র তীব্র প্রতিবাদ জানান।