কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ীর চিলড্রেন্স হোম পাবলিক স্কুল এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ বিভাগে তৃতীয় স্থান দখল করেছে। মোট ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জনের জিপিএ-৫ নিয়ে শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে। বাকিরা ১৭ জন এ গ্রেড পেয়েছে। অধ্যক্ষ প্রফেসর ফজলুর রহমান জানান, প্রতিষ্ঠানটির কৃতি শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষাসহ ক্যাডেট ভর্তি পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষায় চমকপদ ফলাফল উপহার দিয়ে আসছে। এছাড়া দেশের নামকরা সব প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ নিয়ে উচ্চ শিক্ষা লাভ করছে। সেই সাথে সরকারী-বেসরকারী বিভিন্ন সেক্টরে চাকরীর মাধ্যমে দেশ ও দশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। পরিচালক শামসুদ্দিন আহম্মদ শাওন জানান, প্রতিষ্ঠানটির কৃতি শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করাতেই ময়মনসিংহ বিভাগে তৃতীয় স্থান দখল করা সম্ভব হয়েছে। এতে শিক্ষক ও অভিভাবকসহ এলাকাবাসীর সহযোগিতাকে খাটো করে দেখার কোনই অবকাশ নেই।