জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারি চালিত অটোভ্যানে করে যাওয়ার পথে ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে সংঘর্ষে সাহারা ভানু (৬০) নামের এক বৃদ্ধা মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১ দিকে পৌর এলাকায় টিকরকান্দী বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাহারা ভানু বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর এলাকার হযরত আলীর স্ত্রী।
স্থানীয়ারা জানায়, সোমবার দুপুর ১টার দিকে সাহারা ভানু ব্যাটারিচালিত অটোভ্যানে করে বকশীগঞ্জ বাসস্ট্যন্ড থেকে পার্শ্ববর্তী উপজেলা শ্রীবরদী তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। যাওয়া পথে টিকরকান্দী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সাহারা ভানু গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় । সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জান্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। জামালপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) ইসতিয়াক আহমেদ , সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।