কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান শাহী একাডেমিক স্কুলের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল উপহার দিয়েছে। মোট ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫সহ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। পরিচালক মোস্তফা কামাল জানান, অভিভাবকগনের সর্বাত্মক সহযোগিতা পেলে আরও ভালো ফলাফল উপহার দেয়া সম্ভব। এছাড়া সরকার কিÐার গার্টেন এসোসিয়েশন ভ‚ক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা বোর্ড গঠন করলেও শিক্ষার মানোন্নয়নসহ উচ্চ মানের ফলাফল অর্জন করা যাবে। তারপরও কেন্দ্রের অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, এ প্রতিষ্ঠানটি তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী আনন্দ প্রকাশ করছে।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২