প্রদীপ চন্দ্র মম
নীরব প্রেমের এক সাদা শিলা,
তাজমহল—প্রেমের গাথা বলা।
চাঁদের আলোয় কাঁপে তার গায়ে,
ভালোবাসা যেন পাথরে ছায়ে।
মমতাজের চোখের শেষ আহ্বান—
শাহজাহানের হৃদয়-সংগীত প্রাণ।
শ্বেত মার্বেলের প্রতিটি রেখা,
জানে চোখের জল, জানে নিঃশব্দ দেখা।
চারদিকে মিনার—নীরব পাহারাদার,
ভোরের কুয়াশায় স্বপ্নেরা স্ফটিক-সার।
পানির আয়নায় মুখখানি দেখে—
তাজ যেন নিজেই সময়কে ডেকে।
নির্মিত সে প্রেম, না রহস্যে বাঁধা?
মানবের হাতে ঈশ্বরের ছোঁয়া কাঁদা।
দূরদেশ থেকে প্রেমিকেরা আসে,
ভালোবাসার ভাষা হৃদয়ে বাঁসে।
এ শুধু প্রাসাদ নয়, এক আকাশ-গাথা,
সময়ের বুকে এক অমর কথা।
যেখানে পাথরও ভালোবাসে আজ,
সেইখানে তাজ—প্রেমের মহাকাব্য-সাজ।
১৩/০৭/২০২৫ খ্রিঃ।