সিরাজগঞ্জ প্রতিনিধি:
রাজধানীর মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দেশব্যাপি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামসহ অন্যরা।
শনিবার (১২ জুলাই) বিকেলে দরগা রোদস্থ জেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদীক্ষণ করে পুনরায় জেলা জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলে নব্য ফ্যাসিস্টদের রুখে দিতে হবে। একই সাথে সুষ্ঠু অবাধ নির্বাচন না হলে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দেন জামায়াত নেতৃবৃন্দ
সিরাজগঞ্জ
১২.০৭.২৫