কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এড. খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের মোট ৭৭ জনের মধ্যে ৫০ জন পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে পাশ করেছে। আর ২৭ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাশের হার ৬৪.৯৪। প্রধান শিক্ষক আব্বাছ আলী আকন্দ জানান, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বরাবরই কৃতিত্বপূর্ণ ফলাফল উপহার দিয়ে আসছে। এবারই জিপিএ-৫ না পাওয়ায় তুলনামূলক সামান্য পিছিয়ে রয়েছে। তবুও ফলাফল ভালই বলা যায়।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২