কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ীতে ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প’-এর আওতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃষি মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ মেলার উদ্বোধনী বক্তব্য রাখেন। অত:পর প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (খামারবাড়ী, জামালপুর) কৃষিবিদ জাকিয়া সুলতানাপ্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ফসলের নিবিড়তা বৃদ্ধি করে উৎপাদন বাড়ালে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বর্তমান কৃষকবান্ধব সরকার কৃষকদের কল্যাণে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রণোদনার মাধ্যমে সর্বদা পাশে রয়েছে।” এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক। মেলায় কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন পদ্ধতি ও ফসলের বৈচিত্র্য নিয়ে নানা তথ্য উপস্থাপন করা হয়। স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য ও প্রযুক্তি বিষয়ক স্টলও প্রদর্শনীতে স্থান পায়, যা কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২