1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই ১ম পূনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর এনায়েতপুর ও বেলকুচি থানা পরিদর্শন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা নওগাঁর মহাদেবপুরে দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও শারিরীক সুস্থতার জন্য দোয়াও মোনাজাত, অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে অবৈধ ভাবে ভারত থেকে আসা অর্ধ কোটি টাকার প্রসাধনী উদ্ধার। অব্যক্ত আলোর মানচিত্র তৃণমূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতিতে সফল হওয়া সহজ নয় একই দিনে শ্রীমঙ্গলে দুই স্থানে অজগর উদ্ধার, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত তৎপরতা মাওলানা হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত জালিয়াতি করে ওয়াকফ এস্টেটের জমি জবর দখল

মানবিক লিডার তৈরি না হলে জনতার মুক্তি মিলবে না

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

একটা রাষ্ট্রকে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন প্রকল্প কিংবা সামরিক শক্তি দিয়ে বড় করে তোলা যায় না—প্রয়োজন হয় মানবিক নেতৃত্বের। কারণ মানুষ কেবল ভাতের জন্য বাঁচে না, বাঁচে মর্যাদার জন্য, সম্মানের জন্য, ভালোবাসার জন্য। কিন্তু আজকের রাজনীতিতে সেই মানবিকতার বড় অভাব। নেতা আছেন, কিন্তু লিডার নেই। মঞ্চে গর্জে ওঠা অনেকেই আছেন, কিন্তু জনতার কান্না বোঝার মতো কাঁধ কজনের আছে?

একজন মানবিক লিডার কেবল ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের কষ্টকে নিজের বলে অনুভব করে। সে জানে, শাসন মানে শুধু নির্দেশ দেওয়া নয়—অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো, দুর্বলকে আগলে রাখা, বঞ্চিতের পাশে থাকা। কিন্তু এখনকার রাজনীতিতে কী দেখি? যেখানে মানবিকতা নয়, বরং গায়ের জোর আর প্রভাবশালী চক্রের আশীর্বাদে কেউ নেতা হয়ে যায়, তারা জনগণকে শুধু ভোটের দিনে মনে রাখে। তারপর তাদের দরজার সামনে হাহাকার করলেও কানে পৌঁছায় না।

বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে—মানবিক নেতৃত্ব ছাড়া কোনো গণঅধিকার স্থায়ী হয়নি। আদর্শবান নেতারা যেভাবে মানুষের ভাষা বুঝতে পেরেছিলেন, সেটাই ছিল তাঁদের সবচেয়ে বড় শক্তি। আজ সেই মানবিক অনুভূতির জায়গাটা শুকিয়ে গেছে। তাই জনতার মুক্তিও আটকে আছে মুষ্টিমেয় ক্ষমতাবানদের স্বার্থপরতার দেয়ালে।

একজন ছাত্র যখন চোখে স্বপ্ন নিয়ে রাস্তায় নামে, একজন মা যখন ছেলের লাশ ফিরে পায়, একজন কৃষক যখন ফসল বিক্রি করতে না পেরে আত্মহত্যা করে—তখন রাষ্ট্র যদি চুপ থাকে, বুঝতে হবে সেখানে মানবিক নেতৃত্বের ভয়াবহ সংকট চলছে।

এই সংকট থেকে উত্তরণের একটাই পথ—মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ নেতৃত্ব তৈরি করতে হবে। বইয়ের পড়া নয়, মাঠের মাটি থেকে উঠে আসা, মানুষের কষ্টে চোখ ভেজানো, আদর্শকে জীবনের চেয়ে বড় মনে করা নেতৃত্ব দরকার।

জনগণের মুক্তি কাগজে লেখা কোন ম্যানিফেস্টো দিয়ে আসবে না, তা আসবে তখনই যখন একজন লিডার নিজের সুবিধার আগে জনগণের মুখ দেখে সিদ্ধান্ত নেবে। সেদিনই এই রাষ্ট্র আসল অর্থে মুক্তি পাবে। মানবিক নেতৃত্ব গড়ে তুলুন, নয়তো ইতিহাস আবারও কাঁদবে—আর জনতা বঞ্চিতই থেকে যাবে।

✍️ আল-আমিন মিলু
রাজনৈতিক বিশ্লেষক,কলামিস্ট
(জনতার কলমে একজন স্বপ্নবান মানুস)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট