1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই ১ম পূনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর এনায়েতপুর ও বেলকুচি থানা পরিদর্শন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা নওগাঁর মহাদেবপুরে দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও শারিরীক সুস্থতার জন্য দোয়াও মোনাজাত, অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে অবৈধ ভাবে ভারত থেকে আসা অর্ধ কোটি টাকার প্রসাধনী উদ্ধার। অব্যক্ত আলোর মানচিত্র তৃণমূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতিতে সফল হওয়া সহজ নয় একই দিনে শ্রীমঙ্গলে দুই স্থানে অজগর উদ্ধার, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত তৎপরতা মাওলানা হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত জালিয়াতি করে ওয়াকফ এস্টেটের জমি জবর দখল

দেশ ভালো নেই—কেন নেই? কে দায়ী?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দেশ ভালো নেই।
এই বাক্যটি যেন এখন প্রতিটি মানুষের মুখে মুখে। শহর থেকে গ্রাম, শিক্ষিত থেকে অশিক্ষিত, তরুণ থেকে বৃদ্ধ—সবাই কোনো না কোনোভাবে একটাই কথা বলছে, “দেশের অবস্থা ভালো না”। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই দেশ কার? কে এই দেশের হাল ধরবে? আর আমরা কি শুধুই দর্শক হয়ে থাকব?

একটা সময় ছিল, যখন মানুষ রাজনীতিকে সম্মান করত, নেতাদের দেখলে শ্রদ্ধা করত। এখন মানুষ রাজনীতি মানে বোঝে দুর্নীতি, চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার। এখন মানুষের বিশ্বাস ভেঙে গেছে, কারণ যারা ক্ষমতায় যায়, তারা জনগণের কথা না শুনে নিজের ভাগ্য গঠনে ব্যস্ত। অন্যদিকে যারা বিরোধী, তারাও কখনো কখনো ক্ষমতায় যাওয়ার লোভে মূল উদ্দেশ্য ভুলে যায়।

শিক্ষা ব্যবস্থা বেহাল, স্বাস্থ্য সেবা দুর্নীতিতে জরাজীর্ণ, কর্মসংস্থান নেই বললেই চলে। শিক্ষিত তরুণরা এখন ‘স্কিলড’ হয়েও রিকশা চালায়, কেউ কেউ পাড়ি জমায় বিদেশে—যেখানে তারা পরিচ্ছন্নতা কর্মী হলেও অন্তত সম্মান পায়, আয় পায়। দেশের মাটিতে তার আর জায়গা নেই।

গ্রামে গরিব কৃষক দিনের পর দিন কষ্ট করে ধান ফলায়, কিন্তু ধানের দাম পায় না। শহরে সাধারণ মানুষ প্রতিদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে মানুষ আতঙ্কিত, বিচার চায় না—কারণ বিশ্বাস করে না আর।

তবে কি এই দেশ কোনো অদৃশ্য শক্তির হাতে বন্দি? না, এই দেশের এই দুর্দশার জন্য আমরা সবাই দায়ী—নেতা যেমন দায়ী, তেমনি জনগণও দায়ী। আমরা ভোট দিই আবেগে, বেছে নিই অপরাধীকে, চুপ করে থাকি অন্যায়ের পাশে। প্রতিবাদ করি না, প্রশ্ন করি না।

তবে কি সব শেষ?
না, এখনো সময় আছে। প্রশ্ন করতে হবে। জবাব চাইতে হবে। সঠিক নেতৃত্ব তৈরি করতে হবে। রাজনীতিকে যদি আমরা আবার জনসেবায় পরিণত করতে পারি, তাহলেই এই দেশ একদিন ভালো হবে।

দেশ ভালো নেই—এটা শুধু বললেই চলবে না, কেন ভালো নেই, কী করলে ভালো হবে—তা নিয়েই ভাবতে হবে, কাজ করতে হবে।
আর মনে রাখতে হবে,
“দেশ ভালো হবে তখনই, যখন আপনি-আমি ভালো মানুষ হতে পারব।”

লেখক: আপনার মতোই এক দায়বদ্ধ নাগরিক।
আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট