রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার বড় রাউতা উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮জুলাই)বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই সমাবেশে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহকারী শিক্ষক তারিমুল ইসলাম নাজুর সঞ্চলনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাসুদ বিন আমিন সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, নারায়ণ চন্দ্র রায়, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও অভিভাবক জাকারিয়া ইসলাম, আনজারুল ইসলাম ও আলমগীর হোসেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক উন্নয়নে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ছাত্র-ছাত্রীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। এজন্য বিদ্যালয় ও পরিবার উভয়কেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা, উপস্থিতি এবং সার্বিক উন্নয়ন নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা হয়। বিভিন্ন বিষয়ের ওপর অভিভাবকদের মতামত গ্রহণ করা হয় এবং বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।