1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

ডোমারে স্বপ্নচূড়া বিতর্ক সংসদ” এর আত্মপ্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
“শিক্ষাই শক্তি, যুক্তিতে মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার বড় রাউতা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বিতর্ক ক্লাব “স্বপ্নচূড়া বিতর্ক সংসদ”।

সোমবার (৭জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় ক্লাবটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মো: মাসুদ বিন আমিন সুমন।

আলোচনা সভায় বক্তারা যুক্তিবাদী ও মুক্ত চিন্তার সমাজ গঠনে বিতর্ক চর্চার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, বাগ্মিতা ও চিন্তা শক্তি বিকাশে বিতর্ক চর্চার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

পরে প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়-কে সভাপতি ও দশম শ্রেণির শিক্ষার্থী বুশরা আক্তার (বর্ষা)-কে সম্পাদক করে ১১ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ডোমার উপজেলায় এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব গঠিত হলো, যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও জ্ঞানের আলো ছড়িয়ে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট