1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

নতুন শুরু না ঘুনেধরা পুরাতন? সিদ্ধান্ত আপনার আমারই নিতে হবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

এই দেশটা কোনো একক গোষ্ঠীর নয়। এটা কেবল শাসকদলের নয়, বিরোধীদেরও নয়, বরং এটা আপনার, আমার, আমাদের সবার। অতএব সিদ্ধান্তও আমাদেরকেই নিতে হবে—আমরা কি আবারও সেই পুরোনো ঘুনেধরা, ক্ষমতালোভী, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাবো, নাকি সাহস করে একবার নতুনভাবে শুরু করবো?

দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি কীভাবে ব্যক্তিপূজা আর ক্ষমতার লোভে একের পর এক সরকার জনস্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের আখের গুছিয়েছে। রাজনীতি হয়ে উঠেছে সুবিধাবাদীদের আশ্রয়স্থল। দলীয়করণ, পেটোয়া প্রশাসন, আইন প্রণয়নের নামে আইন ভাঙা, নির্বাচনকে প্রহসনে রূপান্তর—সবই যেন এখন ‘স্বাভাবিক’। প্রশ্ন হলো, আমরা কি এই স্বাভাবিকতাকেই মেনে নেবো? নাকি বলবো—এই অস্বাভাবিকতাই হচ্ছে দেশের প্রধান ব্যাধি, আর সময় এসেছে তা কাটিয়ে ওঠার?

নতুনভাবে শুরু মানে শুধু নতুন সরকার নয়—নতুন মানসিকতা, নতুন প্রক্রিয়া, নতুন স্বপ্ন। যেখানে ক্ষমতা আসবে জবাবদিহিতার শর্তে, নেতৃত্ব আসবে আদর্শিক সাহসে, আর রাজনীতি হবে জনসেবার হাতিয়ার। যেখানে দল নয়, দেশ বড় হবে। যেখানে অন্ধ অনুসারিতা নয়, সচেতন নাগরিক দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

এই পরিবর্তনের চাবিকাঠি কার হাতে? রাজনৈতিক দলগুলোর হাতে? না। বরং এই চাবিকাঠি আমাদের নাগরিক চেতনায়। সিদ্ধান্ত আমাদের নিতে হবে—ভবিষ্যৎ প্রজন্মের হাতে আমরা কী তুলে দিতে চাই? এক বিষাক্ত, হতাশার রাজনীতি, নাকি সম্ভাবনায় ভরপুর একটি নবযাত্রা?

আসুন, আমরা আর নিরব না থাকি। যে যেখানে আছি, সেখানে থেকেই প্রশ্ন করি, সচেতন হই, অন্যায়ের প্রতিবাদ করি, আর ভোটের মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে, কলমের মাধ্যমে সিদ্ধান্ত নেই—আমরা সেই পুরোনো, নষ্ট রাজনীতিতে ফিরবো না। আমরা নতুনভাবে, সাহসিকতা আর বিবেক নিয়ে শুরু করবো আমাদের দেশকে গড়ার লড়াই।

কারণ, দেশটা আপনার, আমার, আমাদের সবার। সুতরাং সিদ্ধান্তও আপনার, আমার, আমাদের।

✒️ কলাম লেখক: আল আমিন মিলু আহ্বায়ক গনঅধিকার পরিষদ সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট