1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জে এতিমখানায় ছাগল সদকা করলেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান শহীদ পরিবারের প্রতি সহানুভূতি জানালেন সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক নরসিংদীর শিবপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই (নিসচা)র ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন উপজেলা নির্বাহী অফিসার নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্স ও সিরাজগঞ্জ থানা পরিদর্শন সিরাজগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মৃত্যুর মহড়া কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই ১ম পূনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর এনায়েতপুর ও বেলকুচি থানা পরিদর্শন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা নওগাঁর মহাদেবপুরে দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও শারিরীক সুস্থতার জন্য দোয়াও মোনাজাত, অনুষ্ঠিত।

সরিষাবাড়ী পৌর বিএনপি’র সম্মেলন \ সাধারণ সম্পাদক পদে জনমুখে সেলিম রেজার নাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

কামরুল হাসান:
আসছে ৫ জুলাই জামালপুরের সরিষাবাড়ী পৌর বিএনপি’র সম্মেলনের দিন তারিখ ঠিক করা হয়েছে। এ সম্মেলনকে ঘিরে প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। তাই বিভিন্ন প্রার্থী, নেতা, কর্মী ও সমর্থকসহ পৌরবাসীর মনে বেশ খুশির আমেজ বিরাজ করছে। এ সম্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও সাবেক যুবনেতা সেলিম রেজার নাম এখন জনমুখে রীতিমত প্রচার হচ্ছে।
পৌরসভার ধানাটা গ্রামের বাসিন্দা সেলিম রেজা পেশায় একজন ব্যবসায়ী। তবে অনেক আগে থেকেই সক্রিয়ভাবে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। বিশেষ করে সাবেক (পলাতক) সরকারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের নানা কর্মসুচির সাথে সরাসরি যুক্ত ছিলেন। এ ছাড়া জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে আয়োজিত নানা কর্মসূচিতেও তার সক্রিয় উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। সেলিম রেজা পৌর ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং দুঃসময়ে মাঠে ছিলেন সাহসিকতার সাথে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। দলের জন্য তার ত্যাগও কম নয়। আওয়ামীলীগ শাসনামলে তার বিরুদ্ধে অন্তত ১৫টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। পৌর নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ফয়জুল কবির তালুকদার শাহিনের পক্ষে কাজ করায় আওয়ামী লীগ-সমর্থীত প্রার্থীর অনুসারীদের হামলায় তিনি গুরুতর আহত হন। এমনকি চিকিৎসা নিতে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও তাকে হামলার শিকার হতে হয়। তাই এলাকা ছেড়ে তাকে দীর্ঘদিন পালিয়ে থাকতে হয়েছিল। পারিবারিকভাবেও বিএনপি’র সঙ্গে সম্পৃক্ত সেলিম রেজা। তার বাবা মরহুম চান মিয়া ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র দীর্ঘদিনের সদস্য। রাজনৈতিক অঙ্গনে এই পরিবারটি সবসময়ই দলনিষ্ঠ হিসেবে পরিচিত। সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা প্রসঙ্গে সেলিম রেজা বলেন, “পদ-পদবি আমার মূল উদ্দেশ্য নয়। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত করাই আমার লক্ষ্য। আমি দলের জন্য সবকিছু দিতে প্রস্তুত।” তিনি জানান, নির্বাচিত হলে পৌর বিএনপিকে আরও সুসংগঠিত করতে এবং ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করবেন।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট