নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
শিক্ষার মান উন্নয়ন সহ ঝরে পড়া রোধ কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ০৪ জুলাই ২০২৫ ইং, বাদ মাগরিব এর নামাজে পড় থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত শ্রীমঙ্গল ক্যাথলিক মিশন রোডস্থ ইসমাইল মুন্সী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামান চৌধুরীর বাসায় এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন-সহ ঝরে পড়া রোধ কল্পের মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, কাকিয়ার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নোমান আহমদ সিদ্দিকী, ভুনবীর দশরথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী, র্যানার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল হক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ, বিটি আর আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত প্রসাদ, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল মিয়া, ভৈরব বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মোতালিব, রানার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ শামসুল আলম।
আরো উপস্থিত ছিলেন, রানার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান সরকার, কাকিয়ার বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান, ইসমাইল মুন্সী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামান চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুস শহীদ, কামাল বাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন-সহ প্রমুখ।