1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অশুভ শক্তি বিএনপির বিরুদ্ধে কাজ করছে আপনারা সচেতন থাকবেন- ফজলুল বারী তালুকদার বেলাল।  ১৭ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি শাহীন তালুকদার,সাধারন সম্পাদক পিন্টু নির্বাচিত পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য মুফতি মাওলানা শামীম আহমেদ সাংবাদিক,ইসলামিক কলামিস্ট। সরিষাবাড়ী পৌর বিএনপি’র সম্মেলন \ সাধারণ সম্পাদক পদে জনমুখে সেলিম রেজার নাম শিক্ষার মানউন্নয়ন সহ ঝরে পড়া রোধ কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহ্য বাহী পিংনা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার কমিটি গঠন সভাপতি মনজুর এলাহী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মানিক। আমরা আগামীর বাংলাদেশ এক নিরাপদ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চাই – আল আমিন মিলু নরসিংদীর মাধবদী বাজারে প্রায় শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই। জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ঐতিহ্য বাহী পিংনা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ঐতিহ্য বাহী পিংনা কেন্দ্রীয় বহুমুখী  সমবায় সমিতি পরিচালনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত ৩রা জুলাই সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বঘোষিত সিদ্ধান্ত মোতাবেক এ তফসিল ঘোষণা করা হয়। 

০৯/০৬/১৯৫৯ সালে প্রতিষ্ঠিত সমবায় নিবন্ধন নং-২০২  পিংনা কেন্দ্রিয় বহুমুখী সমবায় সমিতি লি. এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তক্রমে উপজেলা সমবায় কর্মকর্তা, সরিষাবাড়ী, জামালপুর, সদস্যভুক্ত প্রাথমিক সমবায় সমিতির প্রতিনিধিগণ ও গণ্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গের সম্মিলিত উপস্থিতিতে উক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের লক্ষ্যে ০৩ জুলাই ২০২৫ খ্রি. তারিখ নির্বাচনী তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অতঃপর আগামী ০৬ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ নির্বাচনের দিন নির্ধারণ করা হয়।

‎এ ঘোষণার মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা হলো এবং সমবায়ের গণতান্ত্রিক চেতনার সার্থক বাস্তবায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো।

‎নির্বাচনী তফসিল ঘোষণাকে ঘিরে সম্প্রতি পিংনা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লি. এলাকায় নতুন করে এক আশার সঞ্চার ঘটিয়েছে। সমবায় অধিদপ্তরের ছয়জন সম্মানিত কর্মকর্তার উপস্থিতিতে ঘোষিত এই তফসিল এলাকাবাসীর মাঝে এক স্বতঃস্ফূর্ত নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও কার্যত অকেজো হয়ে পড়া ঐতিহ্যবাহী এই সমবায়ের কার্যক্রমের পুনরুজ্জীবনের আশায় উজ্জীবিত হয়ে উঠেছে স্থানীয় জনগণ। তাঁদের বিশ্বাস, স্বচ্ছ ও কার্যকর নির্বাচনের মাধ্যমে হারানো ঐতিহ্য ফিরে এলে কেবল সমবায়ের পুনর্জাগরণই নয়, এর মাধ্যমে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ, যা এলাকার সার্বিক উন্নয়নে মাইলফলক হয়ে উঠবে।

‎নির্বাচনী তফসিল ঘোষণার জন্য পূর্বঘোষিত সময় সকাল ১১:০০ ঘটিকার পূর্বেই উক্ত কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচন কমিশনার জনাব এস. এম. আশরাফুল আলম উপস্থিত হন। তার  সময় জ্ঞান, আন্তরিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বনিষ্ঠ একজন দক্ষ কর্মকর্তা, যার পেশাগত সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়। তবে তাঁর সহকারী নির্বাচন কমিশনার জনাব মোঃ আনিছুর রহমান বেলা ১২:১৭ মিনিটে পৌঁছালে সামান্য বিলম্বে তফসিল ঘোষণা সম্পন্ন হয়। যদিও সময়ের কিছু বিচ্যুতি ঘটে, তবে গোটা প্রক্রিয়াটি ছিল শৃঙ্খলাবদ্ধ এবং গম্ভীর। জানা যায় নির্বাচন কমিশনটি ০৩ (তিন) সদস্য বিশিষ্ট। আর একজন সহকারী নির্বাচন কমিশনারের নাম জনাব আফছানী আক্তার।

‎এছাড়াও, উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ হাবিবুল্যাহ এর বিচক্ষণ নেতৃত্বে সমবায় সমিতির নিজস্ব ভূমি স্থানীয় জনগণ কর্তৃক দখল সংক্রান্ত জটিলতার এক গঠনমূলক আলোচনা করেন। তাঁর দিকনির্দেশনামূলক মতামত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপস্থিত সবাই আন্তরিকতার সহিত গ্রহণ করেন। এলাকাবাসীর অভিমত, তাঁর প্রদত্ত এই সিদ্ধান্ত ভবিষ্যতে সমবায়ের আইনগত সুরক্ষা ও কার্যক্রমের ধারাবাহিকতায় এক প্রাজ্ঞ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

‎বহুদিন ধরে কার্যত বিলুপ্তপ্রায় অবস্থায় থাকা  উক্ত সমবায় সমিতি নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মোঃ মাজেদুর রহমান। তাঁর এই সক্রিয় আগ্রহ ও উদ্যোগ শুরুতে এলাকাবাসীর মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা সংশয়ও সৃষ্টি করেছিল। তবে সদ্যঘোষিত নির্বাচনী তফসিলের মধ্য দিয়ে সে সংশয়ের অবসান ঘটেছে এবং জনমনে স্পষ্ট হয়েছে যে, তিনি সমবায়ের ভবিষ্যৎ রক্ষায় এক দূরদর্শী, বিচক্ষণ ও ন্যায়পরায়ণ অভিভাবক। শান্ত, পরিশীলিত ভঙ্গিতে অত্যন্ত সংযতভাবে তিনি দীর্ঘদিনের স্থবিরতাকে চ্যালেঞ্জ করে কার্যক্রমের নবযাত্রা নিশ্চিত করেছেন। এই দক্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের যথাযথতার জন্য তিনি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁর এই সুদক্ষ নেতৃত্ব বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন নিয়মিত পরামর্শ করে গেছেন জেলা সমবায় কার্যালয়, জামালপুর এর উপসহকারী নিবন্ধক জনাব মোহাম্মদ আতিকুর রহমান এর সাথে এবং বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ এর যুগ্ম নিবন্ধক জনাব মোঃ আবদুল ওয়াহেদ মহোদয়ের নির্দেশনা অনুসরণ করে প্রতিটি পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও উক্ত সমিতি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব কামাল হোসেন মুসা, মোঃ জগলুল পাশা ও সদস্যভুক্ত পলিশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য শাহিনুর রহমান তালুকদারসহ স্থানীয় কিছু সাংবাদিক সর্বদা সার্বিক সহযোগিতা প্রদান করেছেন।

‎এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই একটি বিলুপ্তপ্রায় প্রতিষ্ঠান আজ আশার আলো দেখতে পাচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, এই গতিধারার ধারাবাহিকতা বজায় থাকলে সমবায়টি পুনরায় তার গৌরবময় অতীতে ফিরে যেতে সক্ষম হবে। এইসব ঘটনাপ্রবাহ সমবায়ের নবজাগরণের যে দ্বার উন্মোচিত হয়েছে, তারই প্রত্যাশিত অগ্রদূত।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট