প্রদীপ চন্দ্র মম
চিৎকার করো—কারণ যুক্তির আর দরকার নেই,
সামাজিক পোস্টেই এখন ফাঁসির রায় সই।
আইনের নামগন্ধ নেই, চোখে আগুন জ্বলে—
মানুষ ছিঁড়ে খায় আজ “দেশপ্রেমী” মবের দল।
কে ছিল দোষী? সময় কই জানতে!
ভুল খবরে জ্বলে ওঠে শহর,
আর হিংসা নামিয়ে আনে বিচার—
আদালত নয়, এখন শিরচ্ছেদ চত্বর!
একটি লাইক মানেই ঘৃণার গুলি,
একটি শেয়ারেই মরেছে নিষ্পাপ বধূ, পুলিশ, সাংবাদিক, সংখ্যালঘু, শিক্ষক, শিশুরাও কভু;
আর যারা দেখেছে—চুপ!
ক্যামেরার পেছনে মুখ-ঢাকা কাপুরুষ।
রাষ্ট্র বসে থাকে নিস্পৃহ মূর্তি হয়ে,
ক্ষমতার থালা ঘুরে বেড়ায়,
আর মব?—সে নেশাগ্রস্ত, ঈশ্বর সেজে—
“জ্যান্ত পুড়িয়ে দিলাম”, -হায়-রে মানবতা!
এই কি স্বাধীনতা?
যেখানে শত্রুর মুখ নয়—
বন্ধুর চোখেও খুনের ভয়?
এই কি জনতার শক্তি?
যে শক্তি কেবল চীৎকার জানে, ন্যায় ভুলে—
তবু বলি:
চোখ খুলো, দাঁড়াও, প্রশ্ন করো!
মবের নয়, সত্যের পক্ষে আওয়াজ তোলো।
কারণ তোমার গায়েই একদিন-
চেপে বসতে পারে ওই হিংস্র, ধর্মান্ধ জনতা।
০৪/০৭/২০২৫ খ্রিঃ.