নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে এসেছি আমরা। আত্মত্যাগ, সংগ্রাম আর স্বপ্নের বাংলাদেশকে আজো আমরা খুঁজে ফিরি। একটি রাষ্ট্র শুধু ভূখণ্ড নয়, তা একটি জীবনদর্শন, ন্যায়ের প্রতীক, এবং নাগরিক অধিকারের নিশ্চয়তা। আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই একটি নিরাপদ, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র হিসেবে—যেখানে শাসকের ক্ষমতা নয়, জনগণের অধিকারই হবে মুখ্য।
✅ নিরাপত্তা মানে শুধু রাস্তাঘাটে শান্তি নয়
নিরাপদ বাংলাদেশ মানে শুধু সন্ত্রাসমুক্ত সমাজ নয়, বরং অর্থনৈতিক নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, নারীর মর্যাদা, শিশুর অধিকার এবং প্রবীণদের সম্মান—সবকিছুর সামগ্রিক নিরাপত্তা। এক শিক্ষার্থী যেন বিনা ভয়ে নিজের ভবিষ্যৎ গড়তে পারে, একজন কৃষক যেন ন্যায্য দাম পায়, এক গার্মেন্টসকর্মী যেন নিঃশঙ্ক মনে কাজ শেষে বাড়ি ফিরতে পারে—এই হোক আমাদের নিরাপত্তার সংজ্ঞা।
✅ জবাবদিহিতা মানে শাসনের জবাবদিহি
আজো অনেক প্রশ্নের উত্তর দেয় না আমাদের প্রশাসন, রাজনীতি কিংবা বিচারব্যবস্থা। কেউ কেউ নিজেদের ক্ষমতার উর্ধ্বে ভাবেন, আর সেখানেই জন্ম নেয় অন্যায়। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে একজন জনপ্রতিনিধি নিজের প্রতিটি কাজের জবাব দেবেন জনগণের কাছে। যেখানে একজন সরকারি কর্মকর্তা বুঝবেন—তিনি জনগণের চাকর।
✅ আমরা চাই মুক্ত গণমাধ্যম, স্বচ্ছ নির্বাচন, শক্তিশালী প্রতিষ্ঠান
নিরাপদ রাষ্ট্র গড়ে ওঠে যদি সংবাদমাধ্যম হয় স্বাধীন, বিচারব্যবস্থা হয় নিরপেক্ষ, নির্বাচন হয় অংশগ্রহণমূলক ও স্বচ্ছ। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে গাইডেড ডেমোক্রেসির জায়গায় থাকবে অংশগ্রহণমূলক গণতন্ত্র। যেখানে মেধাবীরা উঠে আসবে নেতৃত্বে, আর টাকা-পেশির দাপট হবে ইতিহাস।
✅ জনগণের সরকার, জনগণের উন্নয়ন
উন্নয়নের নামে যদি মানুষের মৌলিক অধিকার খর্ব হয়, তাহলে সে উন্নয়ন টেকসই হয় না। আমরা চাই—একটি সরকার, যারা জনগণের কথা শোনে, জনগণের ভোটে আসে, এবং জনগণের ইচ্ছামতো পরিচালিত হয়। আমরা চাই—জনগণ হবে রাষ্ট্রের মালিক, এবং সরকার হবে সেবক।
✅ এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব, যদি আমরা চাই
নিরাপদ, জবাবদিহিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে হলে দরকার একটি বড় সামাজিক ঐক্য, সাহসী নেতৃত্ব, এবং সময়োপযোগী সংস্কার। তরুণদের এগিয়ে আসতে হবে নেতৃত্বে, সুশীল সমাজকে হতে হবে নিরপেক্ষ, এবং সাধারণ মানুষকেও সচেতন হতে হবে নিজের অধিকার নিয়ে।
আমরা স্বপ্ন দেখি, আমরা বিশ্বাস করি—আগামীর বাংলাদেশ একদিন হবে এমন এক রাষ্ট্র, যেখানে নাগরিকতা মানে হবে গর্ব, নিরাপত্তা মানে হবে নিশ্চয়তা, আর রাজনীতি মানে হবে দেশসেবা।
চলুন, আমরা সবাই মিলে সেই বাংলাদেশ গড়ি।
—
আল আমিন মিলু
আহ্বায়ক
গণঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা, জামালপুর
📞 ০১৭১৯০৮৫৭১৬