শামীম আহমেদ সাঁথিয়া ( পাবনা) প্রকিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর আকাশমণি ও ইউক্যালিপটাস বৃক্ষ নিধন শুরু করেছেন উপজেলা প্রশাসন ও কৃষি অফিস।
বুধবার (২ জুলাই) সকালে উপজেলার ক্ষেতুপাড়া ইউসিয়নের বিষ্ণুবাড়িয়া গ্রাম থেকে ক্ষতিকর বৃক্ষ নিধন উদ্বোধন করেন সঁাথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না । প্রথম দিনেই উপজেলার বিষ্ণুবাড়িয়া গ্রামের তানিয়া, রুবেল, আসাদ ও জলিল নার্সারীতে থাকা ক্ষতিকর আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা কেটে ফেলা হয়।
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীত কুমার গোসামী জানান, উপজেলার বিভিন্ন নার্সারী থেকে ৪৬ হাজার ৯ শত আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা রয়েছে। এর মধ্যে আকাশমণি ১০০টি বাকী গুলো ইউক্যালিপটাস গাছের চারা। পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় সরকার নার্সারী থেকে এই দুটি গাছের চারা অপসারণের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় বুধবার (২ জুলাই) প্রথম দিনে ৪টি নার্সারী থেকে ১৩ হাজার ৬শতটি গাছের চারা নিধন করা হয়। পর্যায় ক্রমে উপজেলার বিভিন্ন নার্সারী থেকে ৪৬ হাজার ৯ শত গাছের চারা ধ্বংস করা হবে। তিনি আরো বলেন, গাছের বিপরীতে সরকার নার্সারীর মালিকদের ক্ষতিপূলণ দেবার আশ্বাস প্রদান করেন।