শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনার জেলার সাঁথিয়া পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে "নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি" এই প্রতিপাদ্য সামনে রেখে সচেতনতা মুলক র্যা লী ও পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযান পরিচালিত হয়েছেন
সাঁথিয়া পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা উপস্থিতিতে মশক নিধন অভিযান ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৫ ইং উপজেলা পরিষদ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন
১ জুলাই ২০২৫ইং মঙ্গলবার সকালের দিকে শুরু হওয়া এ অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মী, স্বাস্থ্য বিভাগের মশক কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশার ঔষধ প্রয়োগ করেন
উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, জনগণের ভোগান্তি দূর করা ও ডেঙ্গু মৌসুমে যাতে প্রকোপ না বাড়ে সে কারণেই এ ধরনের বিশেষ অভিযান। পরিচ্ছন্ন সুন্দর সাঁথিয়া উপহার দেওয়া আমাদের মূল লক্ষ্য। সে জন্য নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে ও প্রতিটি জনগণকে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে।সাঁথিয়া উপলেয়ার প্রতিটি নাগরিক সচেতন হলে, নগর সুন্দর থাকবে।
এই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা বলেন প্রতিনিয়তই মশা বাহিত রোগের প্রকোপ বাড়ছে। অপরিচ্ছন্ন জায়গায় প্রচুর পরিমাণে জীবাণু ও ক্ষতিকর পোকামাকড় বাস করে। এর প্রভাবে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় তাই পরিবেশকে সুরক্ষিত রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। তিনি আরোও বলেন মশা ও বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় জন্ম নেয় এরকম ঝোপঝাড় পরিষ্কার করি। এবং আমরা জনসচেতনামূলক ব্যানারের মাধ্যমে শিক্ষার্থীদের এ বিষয়ে উদ্বুদ্ধ করি।