জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর আব্দুল্লাহ (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে পার্শবর্তী ইসলামপুর উপজেলার গোওয়ালের চর নদী থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। নিহত আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার জামরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো। এই ঘটনায় আব্দুল্লাহর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ জুন) বিকেলে আব্দুল্লাহ উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নেমে সে স্রোতের তোড়ে পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসসহ স্থানীয় এলাকাবাসীরা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
পরদিন রোববার সকালে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও তারা আব্দুল্লাহকে উদ্ধার করতে পারেননি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান,আব্দুল্লাহর মরদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।