1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রিতুর মেয়ে স্মৃতি পঞ্চাশ হাজার মায়ের লাশের দাম নতুন শুরু না ঘুনেধরা পুরাতন? সিদ্ধান্ত আপনার আমারই নিতে হবে নরসিংদীর পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরকে ডাকাতি মামলায় গ্রেফতার স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক অশুভ শক্তি বিএনপির বিরুদ্ধে কাজ করছে আপনারা সচেতন থাকবেন- ফজলুল বারী তালুকদার বেলাল।  ১৭ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি শাহীন তালুকদার,সাধারন সম্পাদক পিন্টু নির্বাচিত পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য মুফতি মাওলানা শামীম আহমেদ সাংবাদিক,ইসলামিক কলামিস্ট। সরিষাবাড়ী পৌর বিএনপি’র সম্মেলন \ সাধারণ সম্পাদক পদে জনমুখে সেলিম রেজার নাম শিক্ষার মানউন্নয়ন সহ ঝরে পড়া রোধ কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহ্য বাহী পিংনা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

জামালপুরে চাঁদাবাজ ও মাদকসোবী নিয়ে সেচ্ছাসেবক দলের কমিটি গঠনের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরে চাঁদাবাজ ও অযোগ্যদের নিয়ে ত্যাগীদে বাদ দিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে।
 সোমবার  ৩০শে জুন, দুপুরে শহরের সকাল বাজার এলাকার মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিগত কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী বাবু, পরিকল্পনা বিষয়ক সম্পাদক এএসএম মিজানুর রহমান মিলন, সহ কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল বক্তব্য রাখেন। এছাড়াও বিগত কমিটির বিভিন্ন পদের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- গত ২৬ জুন নুরুল মমিন আকন্দ কাউছারকে আহবায়ক ও মঞ্জুরুল করিম সুমনকে সদস্য সচিব করে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষর করে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষনা করে। কিন্তু সেই কমিটিতে ত্যাগীদের বাদ দেওয়া হয়। কমিটির আহ্বায়ক কাউছার একজন মাদকাসক্ত ব্যক্তি। বিগত ১৫ বছর তাকে বিএনপির কোন কর্মকান্ডে দেখা যায়নি। গত ৫ আগস্টের পর  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের নতুন হাইস্কুল মোড়ের অফিস দখল করেছেন। এছাড়া সদস্য সচিব সুমন স্টেশন এলাকার সবকিছু নিয়ন্ত্রন করেন এবং তার বাবা ও পরিবারের কয়েকজন সদস্য আওয়ামী লীগের সাথে জড়িত। একজন সরকারি কর্মকর্তার জমি দখল ও সেই কর্মকর্তার স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ  সুমনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাকে কেন্দ্রীয় ছাত্রদল নোটিশ করে। এরপর সে স্বেচ্ছায় রাজনীতি থেকে লিখিতভাবে ইস্তফা নেন। এমন বিতর্কিত  ব্যক্তিদের দিয়ে করা কমিটি বাতিল ঘোষনা করে পুনরায় ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি ঘোষনা করার দাবি জানান বক্তারা। 
তবে এসব অভিযোগের বিষয়ে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহবায়ক নুরুল মমিন আকন্দ কাউছার মোবাইল ফোনে বলেন-‘ আমাদের দুই সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়েছে। যখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, তখন ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। আর আমরা এই শহরের বাসিন্দা। এই শহরসহ সাংবাদিক সমাজ সকলেই জানে আমরা কেমন। একটি সংবাদ সম্মেলন করে লিখিত অভিযোগ করলেই মিথ্যা সত্য হয়ে যায় না। আমি বিষয়টি কেন্দ্রকে অবহিত করবো।’
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন মোবাইল ফোনে বলেন- ‘আমি ছাত্রদলের প্রার্থী ছিলাম। যেহেতু আমার ছাত্রত্ব নেই। আমি বিবাহিত, সন্তান রয়েছে। তাই সেখান থেকে আমি সরে আসি। এর আগে একটি ঘটনায় আমাকে শোকজ করা হয়েছিলো, আমি এর জবাব দিয়েছিলাম। পরে আমাকে আর বহিষ্কার করা হয় নাই।  আমি স্টেশনের কোনো কিছুর সাথে জড়িত না। এই এলাকার যে কাউকে জিজ্ঞেস করলেই এর জবাব পাবেন। আমার বাবা আওয়ামী লীগ করতো। কিন্তু আমি বিএনপির আদর্শে আদর্শিত। আমার বাবা-মা মারা গেছে অনেক আগেই। এই দুনিয়াতে আমার কেউ নেই। পরিবার আর রাজনীতি এক না। আমি অনেকগুলো রাজনৈতিক মামলার আসামী ছিলাম। দলের দুঃসময়ে আমার কি অবদান এটা আপনারা একটু খোঁজ নিবেন। আর কমিটি পূর্ণাঙ্গ হলে ত্যাগীদের প্রাধান্য দেয়া হবে।’

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট