সোহেল রানা সরিষাবাড়ী প্রতিনিধি:
সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদ্যযোগদানকৃত মোহছেন উদ্দিনের যোগদান ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এর নেতৃত্বে উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তারা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন,কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল , উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন,সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, “ আমাদের নবাগত ইউএনও স্যার একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা। তার যোগদানে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশা করি।”
সরিষাবাড়ীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সরিষাবাড়ী উপজেলায় দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা সহ সর্বক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করে যাবো। এ ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন তিনি।