কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলমীপুর ডিগ্রি কলেজ এইচএসসি’র প্রবেশ পত্র বাণিজ্যে জড়িয়েছে।
জানা যায়, ওই প্রতিষ্ঠানের ২২০ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার্থীরা একই উপজেলার দিগপাইত ইউনিয়নের দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার ক্ষেত্রে প্রবেশ পত্র একটি অপরিহার্য বিষয়। তাই পরীক্ষার্থীদের গুরুত্বসহকারে প্রবেশ পত্র সংগ্রহ করতে হচ্ছে। এ সুযোগটি কাজে লাগিয়ে কলেজ কর্তৃপক্ষ প্রবেশ পত্র বাণিজ্যে
জড়িয়েছে। কলেজ কর্তৃপক্ষ প্রতি প্রবেশ পত্র বাবদ ২শ’-৩শ’ টাকা করে অতিরিক্ত টাকা আদায় করছে। যদি প্রতি প্রবেশ পত্র বাবদ ২শ’ টাকা করে হলে ৪৪ হাজার টাকা, ২শ’ ৫০ টাকা করে হলে ৫৫ হাজার টাকা আর ৩শ’ টাকা করে হলে ৬৬ হাজার টাকা অতিরিক্ত আদায় করেছে। ওই কলেজ কর্তৃপক্ষ অন্তত: গড়ে নূন্যতম ৫৫ হাজার টাকা আদায় করেছে। নিয়মানুযায়ী অতিরিক্ত এ টাকা আদায় করার বিধান নেই। এখতিয়ারও নেই। এ বিষয়ে নাম প্রকাশে কয়েক জন পরীক্ষার্থী অতিরিক্ত টাকা আদায়ের ঘটনা সত্য বলে জানিয়েছে। অভিভাবকরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে গিয়েও খোঁজ নিয়ে ইতিবাচক তথ্য মিলেছে। তবে এ বিষয়ে যোগাযোগের জন্য তুলশীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম লিচুর মোবাইল (লাস্ট সিক্স ডিজিট-৮২৭৪৫৩) ফোন নম্বারে বেশ কয়েক বার চেষ্টা করলেও তিনি রিসিভ করেন নি। এ বিষয়ে জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, প্রবেশ পত্র বাবদ অর্থাৎ বোর্ড নির্ধারিত ফি’র বাইরে কোন টাকা নেয়ার বিধান নেই।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২