নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সদস্য মো. রাহাত ইসলাম হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে দেখতে তাঁর নিজ বাসায় গিয়েছেন রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ আরিফ। বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯ টার সময় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সদস্য অসুস্থ মো. রাহাত ইসলাম কে দেখতে তাঁর বাসায় যাওয়া হয়। এসময় অসুস্থ মো. রাহাত ইসলাম এর শারীরিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ জানান, বিভাগীয় প্রেসক্লাবের সদস্য মো. রাহাত ইসলাম দীর্ঘদিন ধরে পাইলসের রোগে আক্রান্ত হয়ে ভূগছিলেন। রাজশাহীর নাটোরের খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসা নিয়ে তাঁর নিজ বাসায় আসলে তাকে দেখতে যাওয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান বলেন, অসুস্থ মো. রাহাত ইসলাম পাইলসের রোগে আক্রান্ত হয়ে অপারেশন শেষে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ১৫ দিনের বেড রেস্টে থাকতে বলা হয়েছে। তিনি আরো জানান, অসুস্থ মো. রাহাত ইসলামের অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো বলে নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি রবিউল ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. লুৎফর রহমান, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো. নাহিদ ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ ঝর্ণা খাতুন, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ মাহাফুজা খাতুন বৃষ্টি, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা মোছাঃ রিফা ইসলামসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।