ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর উপজেলার পৌরসভা গ্রীনরোডে বসবাসরত মায়ের অভিযোগের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় আটক হয়ে মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পেলেন ফাহিম হাসান (২৩) নামের এক যুবক।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত আব্দুল্লার ছেলে ফাহিম হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রতিদিনের মতো গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতেও সে মাদক সেবন করে বাসায় ফেরে এবং মা ছালমা বেগম ও বোনের ওপর শারীরিক নির্যাতন চালায়। টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুরও করে।
পরিবারের অসহায় মায়ের অভিযোগে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। ফুলপুর থানার ওসি আব্দুল হাদির দিকনির্দেশনায় এসআই আনোয়ার পুলিশের একটি ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন। ফাহিমকে ঘটনাস্থল থেকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভুক্তভোগী মা, বোন এবং ভগ্নিপতির জবানবন্দির ভিত্তিতে এবং ঘটনাস্থলে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ফাহিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ফাহিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।